প্রচ্ছদ > খেলা > ক্রিকেট

‘মাহি ভাই তখনো গালাগাল দিচ্ছিলেন…’ : মুখ খুললেন ধোনির সাবেক সতীর্থ

article-img

ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ‘ক্যাপ্টেন কুল’ নামেই সবচেয়ে বেশি পরিচিত। মাঠে কিংবা মাঠের বাইরে ধোনিকে খুব কম সময়ই রাগ প্রকাশ করতে দেখা যায়। তবে মাঝে মাঝে তার সেই শান্তভাবও ভেঙেছে। চেন্নাই সুপার কিংসের সাবেক পেসার মোহিত শর্মা সম্প্রতি এমনই এক ঘটনার স্মৃতিচারণ করেছেন এই সাক্ষাৎকারে।

 

তিনি জানান, ২০১৪ সালের চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টিতে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচ চলাকালীন ধোনি রীতিমতো ক্ষিপ্ত হয়ে তার ওপর গালাগাল করেছিলেন। শান্ত স্বভাবের ধোনির এমন প্রতিক্রিয়া সে সময় তাকে বিস্মিত করেছিল।

সাক্ষাৎকারে মোহিত বলেন, ‘আমার অনেক অভিজ্ঞতা আছে। মাহি ভাইয়ের ব্যক্তিত্ব খুবই স্থির ও শান্ত।

তাকে রাগ করতে খুব একটা দেখা যায় না। তবে তরুণ খেলোয়াড় হিসেবে যখন তিনি আপনার ওপর রাগ করেন, তখন সেটা ভিন্ন এক অনুভূতি। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে সেই ম্যাচে মাহি ভাই ইশ্বর পাণ্ডেকে ডাকছিলেন বল করার জন্য। কিন্তু আমি ভেবেছিলাম আমাকে ডাকছেন।

আমি রান-আপ শুরু করি, কিন্তু মাহি ভাই জানান তিনি আসলে ইশ্বরকে ডাকছিলেন। যেহেতু আমি রান-আপ শুরু করে ফেলেছিলাম, তাই আম্পায়ার আমাকে বল করতেই বলেন। তখনই মাহি ভাই রেগে গিয়ে আমাকে কিছু কথা শুনিয়ে দেন।’

 

তিনি আরো যোগ করেন, ‘প্রথম বলেই আমি ইউসুফ পাঠান ভাইকে আউট করলাম। তবে উদযাপনের সময়ও মাহি ভাই আমাকে গালাগাল দিচ্ছিলেন (হাসি)।’

 

মোহিত জানিয়েছেন, ধোনি খুব একটা মেজাজ হারান না। ৩৬ বছরের পেসার বলেছেন, ‘মাহি ভাইয়ের সঙ্গে অনেক সময় কাটিয়েছি। খুবই ঠান্ডা মাথার মানুষ। মাহি ভাই রেগে যেতে পারে, এটা বিশ্বাস করাই কঠিন। তবে রেগে গেলে ব্যাপারটা একটু ভয়েরই। বিশেষ করে তরুণ ক্রিকেটারদের জন্য তো বটেই।’

২০১৩ থেকে ২০১৫ পর্যন্ত চেন্নাইয়ের হয়ে খেলেছেন মোহিত। ধোনির দলের হয়ে ৪৭টি ম্যাচে ৫৭টি উইকেট নিয়েছেন তিনি। ২০১৫ সালে ধোনির নেতৃত্বে বিশ্বকাপও খেলেছেন মোহিত। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত তিনি ২৬ ওয়ানডেতে ৩১ ও ৮ টি-টোয়েন্টিতে ৬ উইকেট নিয়েছেন। আইপিএলে তার শিকার ১২০ ম্যাচে ১৩৪ উইকেট।